জেলা প্রতিনিধি, কক্সবাজার»
কক্সবাজারের টেকনাফের পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কুলাল পাড়া এক বসতঘর হতে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা জব্দ করেছে পুলিশ। এসময় নারী-পুরুষসহ ৪ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান।
আটকরা হলো, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কুলাল পাড়ার মৃত মোক্তার আহমদের মেয়ে সনজিদা বেগম (৩০) একই এলাকার মৃত নুরুল ইসলামে ছেলে মো. সাইফুল ইসলাম(২৮) ও সোনা আলীর মেয়ে ফিরোজা বেগম(২০) এবং ৪ নম্বর ওয়ার্ড নতুন পল্লান পাড়ার ইমান হোসনের ছেলে মো.মিজান (২৫)।
টেকনাফ মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান জানান, গোপন সংবাদে খবর আসে পৌরসভার একটি ঘরে ইয়াবা ও গাঁজা বিক্রয়ের জন্য মজুদ করেছে। রবিবার (১০ এপ্রিল) ভোরে টেকনাফ থানার এসআই সজিব ও এসআই হোসাইনের নেতৃত্বে সঙ্গী ফোর্স পৌরসভার কুলাল পাড়ায় সংশ্লিষ্ট ঘরে অভিযান চালায়। অভিযানে বসতঘরের মেঝে হতে ২০ হাজার পিস ইয়াবা ও ৪ কেজি গাঁজা এবং ৪টি মোবাইল সেট উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।













