২৫ অক্টোবর ২০২৫

টেকনাফে ডাকাতির প্রস্তুতিকালে ৪ যুবক আটক

কক্সবাজার প্রতিনিধি »

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং-শাপলাপুর সড়কে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ অভিযান চালিয়ে ৪ যুবককে আটক করেছে।

সোমবার (৯ মে) ভোররাত দুটার দিকে হোয়াইক্যং-শাপলাপুর সড়কে ঢালার মুখ হতে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান।

আটকরা হল, টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়ন শামলাপুর এলাকার আবু বক্কর(২৮), সিরাজুল মোস্তফা (২৩), মো. আরমান(২০) ও রোহিঙ্গা মো. ইউনুস (২৫)।

টেকনাফ মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান জানান, হোয়াইক্যং-শাপলাপুর সড়কে একদল তরুণ ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।

এমন সংবাদের ভিত্তিতে বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক নূর মোহাম্মদের নেতৃত্বে এএসআই জামাল মীর, এএসআই জালাল উদ্দীন এবং অন্যান্য ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করে শামলাপুর হতে হোয়াইক্যং ঢালার রাস্তায় চার জনকে দেশীয় অস্ত্রসহ আটক করে। বাকিরা পলাতক রয়েছে।

এসময় তাদের কাছ থেকে ডাকাতির প্রস্তুতির কাজে ব্যবহৃত রশি, দুইটি টিপ চাকু, দুটি ছুরি, একটি রামদা, একটি দা, একটি হাসুয়া, একটি লোহার শাবল, একটি প্লাস্টিকের লাঠি, প্লাস্টিকের বিভিন্ন রকমের দড়ি, জি আই তার উদ্ধার করে।

আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে উল্লেখ করেন ওসি।

আরও পড়ুন