২৪ অক্টোবর ২০২৫

টেকনাফে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাত, যুবক নিহত

কক্সবাজারের টেকনাফে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাত করলে রবিউল হাসান (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১১ জুন) সকাল ৬টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।

নিহত রবিউল হাসান টেকনাফ সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মৌলভী পাড়ার আবদুল করিমের ছেলে।

নিহতের ভাই মো. আবদুল্লাহ জানান, শনিবার (১০ জুন) সন্ধ্যা ৭টার দিকে প্রজেক্টের (চিংড়ি ঘেরের) টাকার লেনদেনের ঘটনাকে কেন্দ্র করে টেকনাফ সদর ইউনিয়নের মৌলভী পাড়ার নুরুল হকের ছেলে মো.সাইফুলের সাথে বাকবিতন্ডা হয়। এরপর যে যার বাড়ি চলে গেলেও এলাকার একরাম মার্কেটের সামনে ঔষধ নিতে আসলে রবিউলকে হঠাৎ ছুরিকাঘাত করে পালিয়ে যায় সাইফুল।

তিনি আরও বলেন, আহতাবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাকালীন তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রবিবার সকালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করে। সেখানে নেয়ার মাঝ পথে আমার ভাই রবিউল মারা যায়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম জানান, টেকনাফ মৌলভী পাড়ায় ছুরিকাঘাতে আহত যুবক চমেক হাসপাতালে নেয়ার পথে মারা গেছে বলে জেনেছি। এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ আসেনি। এরপরও হত্যায় জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

আরও পড়ুন