৭ নভেম্বর ২০২৫

টেকনাফে দেশিয় অস্ত্রসহ চোরাকারবারি আটক

কক্সবাজার প্রতিনিধি »

কক্সবাজারের টেকনাফের হ্নীলার নুরালীপাড়ায় অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের দেশিয় অস্ত্র ও গোলাবারুদসহ এক অস্ত্র চোরাকারবারিকে আটক করেছে র‍্যাব-১৫।

বৃহস্পতিবার (১৬ জুন) বেলা ১২টার দিকে কক্সবাজার কার্যালয়ে এক প্রেস বিফ্রিংয়ে এসব তথ্য জানান র‍্যাব-১৫ অধিনায়ক লে. কর্নেল খায়রুল ইসলাম সরকার।

আটক মোক্তার হোসেন (২৭) হ্নীলার লেদা পশ্চিমপাড়া এলাকার নুর আলীর ছেলে।

র‍্যাব-১৫ অধিনায়ক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কতিপয় দুষ্কৃতিকারী অপরাধমূলক কর্মকান্ড করার উদ্দেশ্যে টেকনাফের একটি পাহাড়ে অবস্থান করছে। বুধবার দিবাগত রাতে টেকনাফের হ্নীলা নুরালীপাড়ায় অভিযান পরিচালনা করে পাহাড়ি এলাকা থেকে মোক্তার হোসেনকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৩টি ওয়ানশুটারগান, ১টি ডিবিবিএল, ১টি এসবিবিএল, ১টি থ্রি-কোয়ার্টারগান, ৩ রাউন্ড তাজা কার্তুজ ও ৫ রাউন্ড খালি খোসা উদ্ধার করা হয়।

র‍্যাব-১৫ অধিনায়ক আরো জানান, জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন- দীর্ঘদিন যাবত সে বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের কাছে অস্ত্র সরবরাহ করে আসছে এবং বিশেষ কিছু সন্ত্রাসী গ্রুপের সাথে তার সম্পৃক্ততা রয়েছে।

তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা। তবে, মোক্তার হোসেনের পরিবারের দাবি তিনি ষড়যন্ত্রের শিকার।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ