কক্সবাজার প্রতিনিধি »
কক্সবাজারের টেকনাফে পাহাড় কাটা ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জামায়াত নেতা গোলাম সরওয়ার মিন্টুকে আটক করেছে বন বিভাগ।
হোয়াইক্যং বিটের বালুখালী তুলাতলি এলাকায় পাহাড় ও গাছ কাটারত অবস্থায় শুক্রবার রাতে আটকের পর শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে টেকনাফ থানার মাধ্যমে তাকে কক্সবাজার জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন বন বিভাগের টেকনাফের রেঞ্জ কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন।
রেঞ্জ কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন জানান, শুক্রবার রাতে হোয়াইক্যং ইউনিয়নের বালুখালীর তুলাতুলি পাহাড়ে সাবেক চেয়ারম্যান গোলাম সরওয়ার মিন্টুর নেতৃত্বে ৬/৭ জন লোক পাহাড় ও গাছ কর্তন করছিল। খবর পেয়ে হোয়াইক্যং বন বিট কর্মকর্তা সৈয়দ আশিক আহমেদ সঙ্গীয়দের নিয়ে ঘটনাস্থলে পৌছান। তাদের উপস্থিতি দেখে সাবেক চেয়ারম্যান গোলাম সরোয়ার সহযোগিদের নিয়ে বনবিট র্কমর্কতা ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের উপর আক্রমন চালায়। প্রহারের এক পর্যায়ে বনকর্মীদের ইউনিফর্মের র্যাঙ্ক ব্যাজ ছিড়ে ফেলা হয়। খবর পেয়ে অতিরিক্ত ফোর্স ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়। কিন্তু ধাওয়া দিয়ে সাবেক চেয়ারম্যান সরোয়ারকে আটক করা হয়।
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. হুমায়ূন কবির তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, গোলাম সরওয়ার বন খেকো লোক। ইতিপূর্বেও বন মামলায় জেল কেটেছেন তিনি। তিনি দীর্ঘ দিন ধরে সরকারি পাহাড়, গাছ কর্তনে লিপ্ত রয়েছে। অভিযানের সময় পাহাড় ও গাছ কর্তনের একাধিক সরঞ্জামাদি জব্দ করা হয়।
বিভাগীয় বন কর্মকর্তা আরো জানান, শুক্রবার রাতের ঘটনায় হোয়াইক্যং বিট কর্মকর্তা সৈয়দ আশিক আহমেদ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন (৬৯/১৯ ইং)। সরকারি কাজে বাধা, কর্মকর্তা কর্মচারিদের মারধর ও পাহাড় কাটার অভিযোগে করা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে।
বাংলাধারা/এফএস/টিএম/এএ













