১৬ ডিসেম্বর ২০২৫

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ দুই ইয়াবা কারবারি নিহত

কক্সবাজার প্রতিনিধি  »

কক্সবাজারের টেকনাফে বিজিবি সাথে ‘বন্দুকযুদ্ধে’ দুই ইয়াবা কারবারি নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ মার্চ) ভোররাতে টেকনাফ সীমান্ত উপজেলায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে জানিয়েছেন টেকনাফ ২ ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্ণেল মোহাম্মদ ফয়সাল হাসান খান।

এ ঘটনায় ৩ লাখ ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, দেশীয় আগ্নেয়াস্ত্র ও ধারালো কিরিচ উদ্ধার করা হয়েছে।

বিজিবি বলছে, নিহত ব্যক্তিরা মাদকের চালান পাচারকালে গুলিবিনিময়ে তাদের মৃত্যু হয়। তবে নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, ওই দিন ভোর রাতে একটি মাদকের চালান আসার গোপন সংবাদ পায়। এর ভিত্তিতে বিজিবি একটি দল সেখানে অবস্থান নেন। এসময় কয়েকজন লোকদেখে চ্যালেঞ্জ করলে মাদককারবারি চক্রের সদস্যরা বিজিবিকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এতে বিজিবির দুই সদস্য আহত হন। বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করলে মাদককারবারি চক্রের সদস্য কেওরা বাগানের দিকে পালিয়ে যায়। এ সময় বিপুল পরিমান পিস ইয়াবা, দেশিয় অস্ত্রসহ ধারালো কিরিচ উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় দুপুরে টেকনাফ বিজিবির সদর দপ্তরে সংবাদ সম্মলনে আয়োজন করা হয়েছে। নিহতদের নাম-পরিচয় ও ঘটনার সবিস্তারে সংবাদ সম্মেলনে জানানো হবে বলে জানিয়েছেন ওই বিজিবি কর্মকর্তা।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক শুভ দেব জানান, ভোর রাতে বিজিবি দুইজন গুলিবিদ্ধ ব্যক্তিকে নিয়ে আসেন। তাদের শরীরে তিনটি করে গুলির আঘাত রয়েছে। এখানে আনার আগে তারা মারা যান। পরনের পোশাক দেখে মনে হয়েছিল, তারা রোহিঙ্গা । এসময় আহত দুজন বিজিবিকেও চিকিৎসা দেয়া হয়েছে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ