কক্সবাজার প্রতিনিধি »
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে বিপুল পরিমান বিদেশি বিয়ার ও মদ জব্দ করেছে র্যাব-১৫ টেকনাফ সিপিবি। এসময় মাদক পাচারকারী এক যুবককে আটক করা হয়েছে। রোববার ভোররাতে টেকনাফের চাইল্যাতলী এলাকায় এ অভিযান চালানো হয়।
আটক মোহাম্মদ সাদেক (১৯) টেকনাফ সদরের বরইতলী ৯নম্বর ওয়ার্ডের মোহাম্মদ ইসমাইলের ছেলে।
র্যাব-১৫ এর টেকনাফ সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার লে. মীর্জা শাহেদ মাহতাব জানান, টেকনাফ-কক্সবাজার সড়কের চাইল্যাতলী ব্রীজ এলাকায় একদল মাদক কারবারি মাদক মজুদ করেছে এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। র্যাবের উপস্থিতি ঠের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও সাদেককে আটক করা সম্ভব হয়। এসময় মজুদ করা ২৫৪ টি বিয়ার ও ২৪টি হুইস্কি জব্দ করা হয়েছে।
তিনি আরো জানান, মাদক আইনে মামলা করে জব্দ করা মাদকসহ আটক যুবককে টেকনাফ থানায় সোপর্দ করা হচ্ছে।
বাংলাধারা/এফএস/টিএম
				












