২৩ অক্টোবর ২০২৫

টেকনাফে র‍্যাবের অভিযানে দেড় লাখ ইয়াবাসহ আটক ৪

কক্সবাজারের টেকনাফের তুলাতলী ঘাট এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবাসহ চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে দুইটি মুঠোফোন জব্দ করা হয়।

রোববার (২০ জুলাই) বিকেলে র‍্যাব-১৫ সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি অভিযানিক দল ছদ্মবেশে প্রায় ২৪ ঘণ্টা ধরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে।

কক্সবাজার র‍্যাব ১৫ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) আ ম ফারুক বিষয়টি নিশ্চিত করেন।

আটকরা হলেন- টেকনাফ সদর তুলাতুলির মো. আব্দুস সালাম (৩৩), মো. আব্দুল্লাহ (৩৫), মো. নজরুল ইসলাম ওরফে কালু (৩৪) ও মো. সামছুল আলম(৫২)।

আ ম ফারুক জানান, গোপন সংবাদে খবর ছিল টেকনাফ তুলাতুলি গ্রামে এক দল মাদক কারবারিরা মাদকের একটি চালান অন্যত্রে পাঠাচ্ছে। এ তথ্যের ভিত্তিতে র‍্যাব-১৫ সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি অভিযানিক দল ছদ্মবেশে প্রায় ২৪ ঘণ্টা ধরে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে সুলতান আহাম্মদের ইঞ্জিন চালিত মাছ ধরার কাঠের নৌকার ভেতর থেকে দেড় লাখ পিস ইয়াবা, একটি স্মার্টফোন ও একটি বাটন ফোনসহ চারজন মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়। এই সময় তাদের আরও তিনজন সহযোগী কৌশলে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, উদ্ধারকৃত আলামতসহ আটক মাদক কারবারিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন