১ নভেম্বর ২০২৫

টেকনাফে র‌্যাবের সাথে গোলাগুলিতে নিহত ১

বাংলাধারা প্রতিবেদন  »

কক্সবাজারের টেকনাফের শামলাপুর এলাকায় র‌্যাবের সাথে গোলাগুলিতে এক অজ্ঞাতনামা যুবক নিহত হয়েছে। র‌্যাব দাবি করছে নিহত ব্যক্তি ইয়াবা কারবারী।

সোমবার (২১ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধার করার কথা জানিয়েছে র‌্যাব। এ ঘটনায় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকালে র‌্যাব-১৫ এর পাঠানো এক ক্ষুদে বার্তায় গোলাগুলির বিষয়টি জানানো হয়।

র‌্যাব-১৫ এর এএসপি শাহ আলম জানান, ওই এলাকায় র‌্যাবের একটি দল টহল দেওয়ার সময় কয়েকজন লোককে দৌঁড়াতে দেখেন। এ সময় তাদেরকে ধাওয়া দিলে তারা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। এতে র‌্যাবও পাল্টা গুলি ছুড়লে দুর্বৃত্তরা পাহাড়ের দিকে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে অজ্ঞাত এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাকে টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ লাশ মর্গে পাঠিয়েছে। এখনও লাশের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

পরে ঘটনাস্থল থেকে একটি অস্ত্র, ৩ রাউন্ড গুলি, একটি ছুরি ও ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন