২৪ অক্টোবর ২০২৫

নাফ নদীতে লাফ দিয়ে মায়ানমান চম্পট দিলো পাচারকারী

টেকনাফে সোয়া ৪ কেজির আইস উদ্ধার

মায়ানমার থেকে বাংলাদেশে পাচারকালে অভিযান চালিয়ে সোয়া ৪ কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করেছে বিজিবি। এসময় পাচারকারীরা বিজিবির অবস্থান টের পেয়ে নাফ নদী লাফ দিয়ে মায়ানমার পালিয়ে যায়।

সোমবার (১০ জুলাই) কক্সবাজারের টেকনাফের নাইট্যংপাড়া বরফকল এলাকায় অভিযান চালিয়ে ৪ কেজি ২২৯ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করে টেকনাফ বিওপির বিআরএম-৭।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ১০ জুলাই ভোররাতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ টেকনাফ বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-৭ থেকে আনুমানিক ৫০০ গজ দক্ষিণ দিকে নাইট্যংপাড়া বরফ কল এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান বাংলাদেশে পাচার হতে পারে এমন তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন সদর এবং টেকনাফ বিওপির দুইটি টহলদল ওই এলাকায় কয়েকটি উপদলে বিভক্ত হয়ে কেওড়া বাগান ও বেড়িবাঁধের আড়ালে কৌশলগত অবস্থান নেয়। ভোরে টহলদল দুইজন ব্যক্তিকে একটি বস্তা হাতে নিয়ে নাফ নদী পার হয়ে সীমান্তের শূণ্য লাইন থেকে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নাইট্যংপাড়া বরফ কল এলাকা দিয়ে বেড়ীবাঁধের দিকে আসতে দেখে। উক্ত ব্যক্তিদের চলাচলের গতিবিধি সন্দেহজনক পরিলক্ষিত হওয়ায় টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করে। বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে প্লাষ্টিকের বস্তাভর্তি আইস ফেলে দিয়ে নাফ নদীতে লাফ দেয়।

তিনি আরও জানান, উদ্ধারকৃত ক্রিস্টাল মেথ আইসগুলো বর্তমানে ব্যাটালিয়ন সদরের ষ্টোরে জমা রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনী কার্যক্রম শেষে তা উর্দ্ধতন কর্মকর্তা, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

আরও পড়ুন