২৪ অক্টোবর ২০২৫

টেকনাফে সোয়া কেজি ক্রিস্টাল মেথসহ যুবক ধরা

কক্সবাজার প্রতিনিধি »

কক্সবাজারের টেকনাফে নাফনদী এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি ৩৫৪ গ্রাম ক্রিস্টাল মেথসহ (আইস) একজনেক আটক করেছে ২ বিজিবি ব্যাটালিয়নের জওয়ানরা।

বৃহস্পতিবার (২৩ জুন) ভোররাতে টেকনাফের খারাংখালি নাফনদীর বেড়ীবাঁধ থেকে তাকে আটক করা হয়।

আটক হাবিবুল্লাহ (৩৭) টেকনাফের হ্নীলা মৌলভী বাজারের মৃত ইসলাম মিয়ার ছেলে।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে বৃহস্পতিবার ভোর রাতে হোয়াইক্যং খারাংখালি সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে মাদকের চালান আসতে পারে। এমন সংবাদে টেকনাফ সদর ও খারাংখালি বিওপির বিজিবি’র টহল দল নাফনদী এলাকায় অবস্থান করে। এক ব্যক্তি নাফনদী পার হয়ে শূন্য লাইন অতিক্রম করে বেড়ীবাঁধ দিয়ে আসার সময় বিজিবি’র টহল দল তাকে আটক করে। ধৃত ব্যক্তিকে তল্লাশি করে তার কাছ থেকে ১ কেজি ৩৫৪ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়।

অধিনায়ক আরও জানান,ধৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন