কক্সবাজার প্রতিনিধি »
বঙ্গোপসাগরের টেকনাফ অংশে অভিযান চালিয়ে ৫ লাখ পিস ইয়াবাসহ একটি ট্রলার জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড (বিসিজি) সদস্যরা। এসময় রোহিঙ্গাসহ ৭জন পাচারকারীকে আটক করা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে টেকনাফ কোস্টগার্ড কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এতথ্য জানান স্টেশনের লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল হক।
আটককৃতরা হলো- মহরম আলী (৪৪), আব্দু শুক্কুর (২৬), আমানুল্লাহ (২৮), নুরুল আলম (৩৮), আব্দুল মনাফ(৩৫), জাহিদ হোসেন (৩৩)। এদের প্রত্যেকের বাড়ি টেকনাফ উপজেলার বিভিন্ন স্থানে। এছাড়া আব্দুল পেটান(২২) নামের এক রোহিঙ্গাও রয়েছে।
লে. কমান্ডার আমিরুল হক জানান, রোববার (২০ সেপ্টেম্বর) ভোর রাত দেড়টার দিকে খবর আসে ফিশিং ট্রলারে ইয়াবার চালান বাংলাদেশের জন সীমায় ঢুকেছে। এ খবরে টেকনাফ বাহারছড়া বড়ডেইল হতে ২৫-৩০ ন্যাটিকেল মাইল দুরত্বে বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে একটি ফিশিং বোটকে ধাওয়া দিয়ে আটক করে। পরে তল্লাশি করে ৫ লাখ ইয়াবা মিলে।
‘এ ঘটনায় বোটের মালিকসহ ৭জনকে আটক করা হয়েছে। এদের মাঝে রোহিঙ্গাও রয়েছে। ইয়াবাগুলো মিয়ানমার থেকে ফিশিং ট্রলার করে জলপথে বাংলাদেশে নিয়ে আসা হচ্ছিল উল্লেখ করে আটককৃতরা ইয়াবা পাচারকাজে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।’
তিনি আরো জানান, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে আইনগত প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে। এব্যাপারে কোস্টগার্ড বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে একটি মামলা দায়ের করেছে।
বাংলাধারা/এফএস/এএ













