কক্সবাজার প্রতিনিধি »
কক্সবাজারের টেকনাফের সাবরাং হাবিরছরা এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার ইয়াবাসহ দু’মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনী টেকনাফ স্টেশানের সদস্যরা।
মঙ্গলাবার ভোররাতে এ অভিযান চালানো হয়। সিজিবির গোয়েন্দা ভারপ্রাপ্ত কর্মকর্তা লে. শাহ জিয়া রহমান এ তথ্য জানান। আটককৃতরা হলেন টেকনাফের সাবরাং ইউনিয়নের মৃত আলী আকবরের ছেলে ইমরান হোসেন (৩৫) ও মো. আইয়ুবের ছেলে মো. হারুন (২৩)।
সিজিবি’র গোয়েন্দা ভারপ্রাপ্ত কর্মকর্তা লে. শাহ জিয়া রহমান জানান, ইয়াবার একটি চালান আসার খবর পেয়ে অভিযান চালিয়ে কোস্ট গার্ড সদস্যরা দুজনকে আটক করে। এসময় সিজিবির উপস্থিতি টের পেয়ে আটককৃতদের ছিনিয়ে নেয়ার চেষ্টায় কোস্ট গার্ড সদস্যদের উপর অতর্কিত হামলা চালানো হয়। এতে কোস্ট গার্ডের টেকনাফ স্টেশান কমান্ডার লে. কমান্ডার সোহেল রানা ও অন্য একজন সদস্য আহত হয়।
কোস্টগার্ডের সদস্যরা ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উদ্ধারকৃত মালামালসহ আটককৃতদের অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য কোস্ট গার্ড স্টেশান টেকনাফে নিয়ে যাওয়া হয়। ইয়াবা ও গ্রেফতারকৃতদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাধারা/এফএস/এমআর/এএ













