বাংলাধারা প্রতিবেদন »
পুলিশ সদস্যদের কাঁধে বা হাতে ভারি বন্দুক বহনের দিন ফুরাচ্ছে। কোমরের বেল্টের সঙ্গে যুক্ত হোলস্টার থাকবে উরুতে বাঁধা; তাতে থাকবে ছোট আগ্নেয়াস্ত্র। হ্যান্ড কাফ, ওয়ারলেস, পানির বোতলও থাকবে বেল্টে।
এবারের বিজয় দিবস থেকেই নতুন এই ট্যাকটিক্যাল বেল্ট পাচ্ছেন পুলিশ সদস্যরা। প্রথম ধাপে চট্টগ্রাম মেট্রোপলিশ পুলিশের (সিএমপি) ৭০০ সদস্য পাবেন এই সর্বাধুনিক অপারেশনাল গিয়ার ‘টেকটিক্যাল বেল্ট’।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দামপাড়া পুলিশ লাইনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান নগর পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।
সকালে ‘পুলিশ অপারেশনাল গিয়ার টেকনিক্যাল বেল্ট’ উদ্বোধন আয়োজনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেন, উন্নত বিশ্বের আদলে পুলিশের জন্য এই বেল্ট সরবরাহ করা হচ্ছে। দায়িত্বকালীন কোনো পুলিশ সদস্য ছোট ছোট আগ্নেয়াস্ত্র থেকে তার নিত্য ব্যবহার্য পণ্যসামগ্রী এখানে রাখতে পারবেন। স্বাচ্ছন্দে তার দায়িত্ব পালন করতে পারবে। এই বেল্ট প্রথম ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে সরবরাহ করা হবে। ক্রমান্বয়ে পুলিশের বিভিন্ন ইউনিটে দেওয়া হবে।
আইজিপি ড. বেনজীর বলেন, যুগের চাহিদা বিবেচনায় দেশ ও জাতির সার্বিক নিরাপত্তা এবং মানুষের কাছে পুলিশি সেবাকে সহজে পৌঁছানো নিশ্চিত করতে চট্টগ্রাম ও ঢাকা মহানগর পুলিশে আধুনিক অপারেশনাল গিয়ার যুক্ত করা হয়েছে। আগামীকাল ১৬ ডিসেম্বর থেকে এ অত্যাধুনিক সেবা চালু করা হবে।
সিএমপি কমিশনার বলেন, প্রাথমিকভাবে কোতোয়ালী, খুলশী, পাঁচলাইশ ও ডাবলমুরিং থানার অপারেশনাল দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যরা সর্বাধুনিক এই অপারেশনাল গিয়ার পাবে। অপারেশনাল গিয়ারের অংশ হিসেবে প্রত্যেক পুলিশ সদস্য ট্যাকটিক্যাল বেল্ট পরিধান করবে। এই বেল্টে পুলিশ সদস্যরা হ্যান্ডক্যাফ, ওয়াকিটকি, ব্যাটন, পানির বোতল, টর্চলাইটসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি রাখতে পারবে।
এসময় উপস্থিত ছিলেন নগর পুলিশের অতিরিক্ত কমিশনার আমেনা বেগম, শ্যামল কুমার নাথ, উপকমিশনার বিজয় বসাক প্রমুখ।
বাংলাধারা/এফএস/এআর













