বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম জেলা প্রশাসনের সহায়তায় হাটহাজারী উপজেলার সন্দ্বীপ পাড়া প্রাথমিক বিদ্যালয়ে ৫ জোড়া বেঞ্চ এবং শ্রেনিকক্ষে শিক্ষকদের ব্যবহারের জন্য তিনটি টেবিল উপহার দিয়েছে উপজেলা প্রশাসন।
সোমবার (২ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় উক্ত প্রাথমিক বিদ্যালয়ে বেঞ্চ ও টেবিল নিয়ে উপস্থিত হন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।
রুহুল আমিন বাংলাধারাকে বলেন, জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন এর সহায়তায় এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে হাটহাজারী উপজেলার সন্দ্বীপ পাড়া প্রাথমিক বিদ্যালয়ে ৫ জোড়া বেঞ্চ এবং শ্রেনিকক্ষে শিক্ষকদের ব্যবহারের জন্য তিনটি টেবিল উপহার দেয়া হয়েছে।
তিনি আরো বলেন, শ্রেনী কক্ষের শিক্ষকদের টেবিলগুলো খুবই জরাজীর্ণ ছিল। এই উপহারের ফলে জরাজীর্ণ টেবিলের পরিবর্তে শিক্ষকরা পেলেন নতুন টেবিল।
শিক্ষার্থীদের সংখ্যা বৃদ্ধি পাবার কারনে বেঞ্চ উপহার দেয়া হয় বলে জানান তিনি।
বাংলাধারা/এফএস/এমআর/টিএম













