বঙ্গবন্ধু টানেল আনোয়ারা প্রান্তের সংযোগ সড়কে ফের দুর্ঘটনার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে দ্রুতগতির একটি ট্রাকচাপায় আনোয়ার ফারভেজ (৩৫) নামের কেইপিজেড’র এক নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন।
এই ঘটনায় গুরুতর আহত হয় আরো দুই যুবক। তারা হলেন— মোহাম্মদ বসর ও মোহাম্মদ আজিম। আহতদের উদ্ধার করে সময় হাসপাতালে পাঠানো হয়েছ। দুর্ঘটনার পর পরই ঘাতক টাকটি পালিয়ে যায়।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) ভোর পৌনে ৬টার সময় টানেল সড়কের আনোয়ারা প্রান্থের মোহাম্মদপুর এলাকায় ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন টানেলের সহকারী প্রকৌশলী (টোল ও ট্রাফিক) তানভীর রিফা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে তিন জন যুবক সাইকেল চালিয়ে চায়না রাস্তার মাথার দিকে যাচ্ছিল। হঠাৎ আনোয়ারা প্রান্থ থেকে আসা একটি বেপরোয়া ট্রাক ৩ জন বাই সাইকেল আরোহীকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে একজন মারা যায় এবং অপর ২ জন কে দ্রুত আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
জানা যায়, নিহত আনোয়ার ফারভেজ উপজেলার পরৈকোড়া ইউনিয়নের মাহাতা গ্রামের মোহাম্মদ ছৈয়দ এর ছেলে। সে কোরিয়ান ইপিজেডে সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন। সকালে তিনি ডিউটিতে যাচ্ছিলেন বলে জানায় তার পরিবার।
দুর্ঘটনার বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল আহমেদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তার মধ্যে একজন নিহত রয়েছে। লাশ থানায় আনা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা হচ্ছে।
				












