৭ নভেম্বর ২০২৫

ট্রাকভর্তি রেলের কাঠ জব্দ, তদন্ত কমিটি

বাংলাধারা প্রতিবেদক »

পাহাড়তলী লোকোশেডে ট্রাকভর্তি রেলের স্লিপার কাঠ জব্দ করা হয়েছে। তবে, কাঠগুলো কার তা শনাক্ত করা যায়নি। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাতে পাহাড়তলী লোকোশেডে স্লিপার কাঠ ভর্তি এ ট্রাক আটক করা হয়।

এ ছাড়াও পাহাড়তলী সিটি ব্যাংকের পাশে আর প্রায় চার ট্রাক সমপরিমাণ কাঠের খোঁজ মিলেছে। শুক্রবার(৭ এপ্রিল) সকালে রেলওয়ে পূর্বাঞ্চলের আর‌এনবি কমান্ড্যান্ট রেজওয়ানুর রহমানের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) পাহাড়তলীর পরিদর্শক ইসরাঈল মৃধা বলেন, ট্রাকভর্তি কাঠ জব্দ করার পর অভিযান চালিয়ে পাহাড়তলী সিটি ব্যাংকের পাশে আর প্রায় চার ট্রাক সমপরিমাণ কাঠের খোঁজ পাওয়া গেছে। এগুলোরও সঙ্গে কারা জড়িত তাদের শনাক্তের চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই বিষয়ে খুলশী থানায় মামলা প্রক্রিয়াধীন। তদন্ত করে যাদের নাম আসবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ