১৮ ডিসেম্বর ২০২৫

ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে ১ জনের মৃত্যু

বাংলাধারা ডেস্ক»

কুমিল্লার ময়নামতি হাইওয়ে থানার সামনে ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে  রিয়াজ (২২) নামে এক কাভার্ডভ্যান হেলপার মারা গেছেন। মঙ্গলবার (২৪ মে) সকাল ৭টায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রিয়াজ নগরীর বায়েজিদ থানার টেক্সটাইল এলাকার বাসিন্দা।

আহত অবস্থায় হেলপার রিয়াজকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পাঁচলাইশ থানার পুলিশের পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আহত অবস্থায় কুমিল্লা থেকে রিয়াজকে চট্টগ্রামে আনা হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। 

আরও পড়ুন