২৯ অক্টোবর ২০২৫

ট্রাফিক পুলিশের হাতে ছিনতাইকারী ধরা

বাংলাধারা ডেস্ক »

যাত্রীর মোবাইল ছিনতাইয়ের পর পলায়নরত এক যুবককে হাতেনাতে আটক করেছে ট্রাফিক পুলিশ। বুধবার (১ জুন) সকাল সাড়ে ১০টার দিকে দুই নম্বর গেট এলাকায় এ ঘটনা ঘটে। তাকে ধরতে গিয়ে আহত হয়েছেন ট্রাফিক ইন্সপেক্টর মো. মঞ্জুর হোসেন।

আটক ছিনতাইকারীর নাম  মোহাম্মদ ইকবাল (৩২)। সে বউবাজার পানিরকল এলাকার আব্দুর রহমানের ছেলে।

পাঁচলাইশ থানার ট্রাফিক ইন্সপেক্টর মো. মঞ্জুর হোসেন জানান, দুই নম্বর গেট এলাকায় বাসে উঠার জন্য অপেক্ষারত জাহিদুল ইসলাম নামের এক যাত্রীর মোবাইল ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া দিয়ে ছিনতাইকারী ইকবালকে আটক করা হয়। আটকের পর তাকে পাঁচলাইশ থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন