২৭ অক্টোবর ২০২৫

ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল পোশাক শ্রমিকের

চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানাধীন একে খান এলাকায় ট্রেনে কাটা পড়ে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন।

শনিবার (১ জুন) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানান চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি এস এম শহিদুল ইসলাম।

নিহত জান্নাতুল ফেরদৌস আলো পাহাড়তলী থানাধীন সাগরিকা রোডের মা ফ্যাশন নামে একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

জান্নাতুল থাকতেন নগরের খুলশী থানাধীন ওয়্যারলেস কলোনিতে। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে।

ওসি এস এম শহিদুল ইসলাম জানান, ‘নিজ কর্মস্থল পোশাক কারখানায় যেতে রেললাইন পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই পোশাকশ্রমিক নিহত হয়েছেন।’

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ