চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানার ঝর্ণাপাড়া এলাকায় একটি ডোবা থেকে অজ্ঞাত পরিচয় এক কিশোরীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মাথা ও দুই হাতবিহীন অবস্থায় লাশটি উদ্ধার হওয়ায় ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
রবিবার (২০ জুলাই) বিকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়। ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
পুলিশ জানায়, স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ বলেন, লাশটি পচে গেছে। তাই ধারণা করা হচ্ছে লাশটি ১০-১৫ দিন ধরে পানিতে ছিলো। পরিচয় শনাক্তে কাজ করা হচ্ছে।