ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন কাভার করার সময় হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন এক টেলিভিশন সাংবাদিক।
মৃত সাংবাদিকের নাম তরিকুল শিবলী (৪০)। তিনি চ্যানেল এস-এর ঢাকা সিটি রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকায় দায়িত্ব পালনকালে তিনি হঠাৎ অচেতন হয়ে পড়েন।
তাৎক্ষণিকভাবে সহকর্মীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সাংবাদিক তরিকুলের সহকর্মী সোহেল রানা জানান, ঘটনার সময় তিনি কার্জন হল এলাকায় লাইভে যুক্ত ছিলেন। আচমকা শারীরিকভাবে অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান।
মৃত্যুর কারণ প্রাথমিকভাবে হৃদ্রোগজনিত বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের পর নিশ্চিতভাবে জানা যাবে।
তরিকুল শিবলীর গ্রামের বাড়ি কুমিল্লার বুড়িচং থানায়। তিনি ঢাকার দিয়াবাড়ি এলাকায় স্ত্রী ও দুই কন্যাসন্তান নিয়ে বসবাস করতেন।
তার মৃত্যুতে সহকর্মী সাংবাদিকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে শোক প্রকাশ করছেন।