৩০ অক্টোবর ২০২৫

‘ডাবের পানি’ পানে অজ্ঞান করে সবকিছু হাতিয়ে নিতো তারা

বাংলাধারা প্রতিবেদক »

নগরীর চান্দগাঁও থানার বহদ্দারহাট মোড় থেকে মলম পার্টির ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৪০টি ডরামিকাম ট্যাবলেট, ২টি মলম ভর্তি কৌটা ও নগদ সাড়ে ১৪ হাজার টাকা জব্দ করা হয়।

বুধবার (৬ এপ্রিল) রাত সাড়ে ৮টায় বহদ্দারহাট মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলো— রাঙ্গুনিয়া থানার শিলকের মৃত রমিজ আহাম্মদের ছেলে তাজউদ্দীন (৪৯), লোহাগাড়ার থানার বড় হাতিয়ার মৃত নজির আহাম্মদের ছেলে মো. আলী প্রকাশ আলমগীর (২৯), সাতকানিয়া থানার ঘাটিয়া পাড়ার মো. ইব্রাহিমের ছেলে সাহাব উদ্দীন (৩৭) ও লোহাগাড়া থানার বড় হাতিয়ার মৃত ঠাণ্ডা মিয়ার ছেলে নুরুল আলম প্রকাশ নুর উদ্দীন (৪৫)।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুর রহমান জানান, গতকাল বুধবার রাত সাড়ে ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে বহদ্দারহাট মোড় থেকে মলম পার্টির ৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা জানায়, তারা দীর্ঘদিন ধরে নগরীর বিভিন্ন স্থানে পথচারী ও বাসযাত্রীদের ডাবের পানির সাথে চেতনানাশক ওষুধ মিশিয়ে কৌশলে পান করিয়ে এবং মলম লাগিয়ে টাকা পয়সা ছিনতাই করে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে বৃহস্পতিবার (৭ এপ্রিল) আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন