১৬ ডিসেম্বর ২০২৫

ডা. শাহাদাত ও মণিসহ বিএনপির ১৮ নেতাকর্মী কারাগারে

বাংলাধারা প্রতিবেদক

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনসহ মহানগর মহিলা দলের সভাত্রেনী মনোয়ারা বেগম মণিসহ বিএনপির ১৮ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এর মধ্যে চকবাজার থানায় চাঁদাবাজীর মামলায় ডা. শাহাদাতকে ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ। আগামীকাল রিমান্ডের শুনানি হবে।

মঙ্গলবার (৩০ মার্চ) বিকেল ৫টার দিকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরোয়ার জাহানের আদালতে শুনানি শেষে গ্রেপ্তার ১৮ আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। এরমধ্যে শাহাদাত হোসেন চকবাজার থানায় চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার আছেন।

সিএমপির সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী সাহাব উদ্দীন আহমেদ বলেন, ‘চকবাজার থানার চাঁদাবাজির মামলায় ডা. শাহাদাতের বিরুদ্ধে দশ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। অন্যদিকে কোতোয়ালী থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা দুই মামলায় গ্রেপ্তার অন্যদের বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। আদালত শুনানি শেষে প্রত্যেককে কারাগারে পাঠিয়ে আগামীকাল রিমান্ড শুনানির দিন ধার্য্য করেছেন।’

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ