৬ নভেম্বর ২০২৫

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে বান্দরবানে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

বান্দরবান প্রতিনিধি »

দৈনিক প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, সাংবাদিক শামসুজ্জামানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বান্দরবানের কর্মরত সাংবাদিকবৃন্দ।

সোমবার (৩ এপ্রিল) সকালে বান্দরবান প্রেসক্লাব চত্ত্বরে সামনে হাতে বিভিন্ন ফেস্টুন-ব্যনার নিয়ে ও মুখে কালো কাপড় বেঁধে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্যে রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এটিএন নিউজের প্রতিনিধি মিনারুল হক, প্রথম আলোর সিনিয়র সাংবাদিক বুদ্ধজ্যেতি চাকমা ও দৈনিক সমকালের উজ্জ্বল তংচগ্যাসহ আরও অনেকে।

বক্তারা বলেন, দেশে শুধু সাংবাদিক নয়, সামাজিক যোগাযোগ মাধ্যম যারা ব্যবহার করছেন তারাও আজ এই ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় নিপীড়িত নির্যাতিত হচ্ছে। তাই অতি অবিলম্বে এই আইন বাতিলে পাশাপাশি দৈনিক প্রথম আলো সম্পাদক ও সাংবাদিক শামসুজ্জামানের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানাই।

এ সময় যমুনা টিভি প্রতিনিধি বাটিং মারমা, জিটিভি ইসহাক, পার্বত্য নিউজের সম্রাট, দেশ টিভি আবুল বাশার নয়ন, বৈশাখী টিভি মিথুন দাশ,সময় টিভি সোহেল কান্তি নাথ, নাগরিক টিভি আকাশ মারমাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া বৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ