ক্রীড়া ডেস্ক »
আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা অ্যানহেল ডি মারিয়ার হ্যাটট্রিকে নঁতেকে হারিয়ে ইউরোপা লিগের শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে জুভেন্টাস। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) প্লে- অফের দ্বিতীয় লেগে ৩-০ গোলে জয় পেয়েছে ইতালিয়ান জায়ান্টরা। এই জয়ে দুই লেগ মিলিয়ে ৪-১ গোলের জয় নিয়ে ইউরোপা লিগের রাউন্ড অব সিক্সটিনে পৌঁছাল টিকিট নিশ্চিত করল ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির দল।
এর আগে প্রথম লেগে নিজেদের ঘরের মাঠে ১-১ গোলে ড্র করায় দ্বিতীয় লেগটি ফলাফল নির্ধারণী ম্যাচে পরিণত হয়। এরই ধারাবাহিকতায় গুরুত্বপূর্ণ এই ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে জুভেন্টাস। ইতালিয়ান জায়ান্টরা যার ফলও পেয়ে যায় দ্রুত। ম্যাচের পঞ্চম মিনিটেই দলকে এগিয়ে দেন ডি মারিয়া। নিকোলো ফাজিওলির থেকে পাওয়া বল জায়গায় দাঁড়িয়ে বাঁ পায়ের নিখুঁত ক্রসে লক্ষ্যভেদ করেন এই আর্জেন্টাইন তারকা ফুটবলার।
এরপর খেলার ১৭তম মিনিটে বড় ধাক্কা খায় নঁতে। ডি মারিয়ার শট হাতের সাহায্যে ফিরিয়ে লাল কার্ড দেখেন ডিফেন্ডার নিকোলাস প্যালোইস। যার কল্যাণে পেনাল্টি থেকে গোল করে ২০তম মিনিটে দলকে দ্বিতীয়বারের মতো লিড এনে দেন ডি মারিয়া। প্রথমার্ধের বাকি সময় বেশ কয়েকটি ভালো সুযোগ পায় তুরিনের ক্লাবটি। তবে ব্যবধান বড় করতে পারেনি। সবশেষ ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় জুভেন্টাস।
বিরতি থেকে ফিরে আক্রমণের গতি বাড়ায় জুভেন্টাস। দ্রুত আক্রমণে ব্যস্ত রাখতে থাকে নঁতের ডিফেন্ডারদের। এরই ধারাবাহিকতায় ম্যাচের ৭৮তম মিনিটে দারুণ হেড করে দলকে তিন গোলে এগিয়ে দেন ডি মারিয়া। সঙ্গে হ্যাটট্রিক পূর্ণ করেন এই আর্জেন্টাইন উইঙ্গার।
আগের ২০ ম্যাচে ইতালির ক্লাবটির হয়ে মাত্র ৪ গোল করা ডি মারিয়া এই এক ম্যাচেই করেছেন ৩ গোল। তবে ৮২তম মিনিটে তাকে ডাগআউটে তুলে নেন জুভেন্টাস কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি।
খেলার বাকি সময় আর কেউই গোল করতে না পারায় ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে তুরিনের ক্লাবটি। আর এতেই দুই লেগ মিলিয়ে ৪-১ গোলের জয় নিয়ে ইউরোপা লিগের শেষ ষোলোতে পা রাখল ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির দল।












