১১ নভেম্বর ২০২৫

ডেঙ্গুতে প্রাণ গেল পোর্টসিটি ইউনিভার্সিটি কর্মকর্তার

বাংলাধারা প্রতিবেদক »

ডেঙ্গু আক্রান্ত হয়ে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জুয়েল রানা (৩৫) নামে রেজিস্টার অফিসের এক কর্মকর্তা মারা গেছেন।

রবিবার (১৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পোর্ট সিটি ইউনিভার্সিটির রেজিস্ট্রার ওবায়দুর রহমান।

তিনি জানান, গত সোমবার অসুস্থ অবস্থায় জুয়েল রানাকে তার সহকর্মীরা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করান৷ চিকিৎসক পরীক্ষা করে তার শরীরে ডেঙ্গুর জীবাণু শনাক্ত করে।

চমেকের কর্তব্যরত চিকিৎসক ডা. দেবাশিস জানান, পরীক্ষার পর তার ডেঙ্গু শনাক্ত হয়। এরপর তার হার্ট ব্লক হলে শ্বাসকষ্ট শুরু হয়। রোগীর উন্নতি না হওয়ায় বিকেলে তার স্বজনরা ঢাকায় চিকিৎসা করানোর উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকায় পৌঁছালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

বাংলাধারা/এনএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ