বাংলাধারা প্রতিবেদক »
চট্টগ্রাম নগরে হু হু করে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। চলতি বছরের জানুয়ারি থেকে শুরু করে গতকাল (শুক্রবার) পর্যন্ত ১৮২৩ জন আক্রান্ত হয়েছে এ রোগে। ডেঙ্গু রোধে এবার ক্র্যাশ প্রোগ্রাম হাতে নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।
শনিবার (২২ অক্টোবর) সকালে নগরীর চান্দগাঁও ওয়ার্ডে মশক নিধন ক্র্যাশ প্রোগ্রামের কার্যক্রম পরিচালনা করেছে করপোরেশনের পরিচ্ছন্নতা বিভাগ।
প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম এর নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. এসরারুল হক এবং সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীগণ।
এসময় সেবক ও স্প্রে-ম্যানরা ওয়ার্ডের বিভিন্ন ডোবা, মজা পুকুর, নালা নর্দমায় মশার ঔষুধ স্প্রে করেন এবং মশার প্রজনন স্থান ঝোপঝাড় ও নালা নর্দমা পরিস্কার করেন। একইসাথে জনগণের সচেতনতার লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।
সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী এ কাজে সহযোগিতা করার জন্য নগরবাসীর প্রতি অনুরোধও জানান।













