২৭ অক্টোবর ২০২৫

ডেঙ্গু প্রতিরোধে জেলে পল্লীতে দূর্বার তারুণ্যর মশারি বিতরণ

“মশারিতে জনগণ, হবে সচেতন” এই স্লোগানকে সামনে রেখে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন দূর্বার তারুণ্য ফাউন্ডেশন মশারি বিতরণের উদ্যোগ নিয়েছে। ডেঙ্গু জ্বর প্রতিরোধী ভিন্নধর্মী এই উদ্যোগে মানুষের দরজায় গিয়ে পৌঁছে দেয়া হচ্ছে মশারি।

তারই ধারাবাহিকতায় দূূর্বার তারুণ্য এর চেয়ারম্যান মুহাম্মদ আবু আবিদ এর সভাপতিত্বে বুধবার (৬ সেপ্টেম্বর) চট্টগ্রাম নগরীর ৩৭ নং ওয়ার্ডস্থ আনন্দবাজার জেলে কলোনিতে শতাধিক মশারি বিতরণের মাধ্যমে কার্যক্রমটি উদ্বোধন করেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সামাজিক সংগঠক দেবাশীষ পাল দেবু।

এসময় দেবাশীষ পাল দেবু বলেন, বাংলাদেশে মাঝেমধ্যেই দেখা দেয় ডেঙ্গুজ্বরের ভয়াবহ প্রাদুর্ভাব। কখনাে কখনাে এই জ্বর মহামারীরূপে দেখা দেয়। তবে সাম্প্রতিককালে সবচেয়ে ভয়ংকর আতঙ্ক হিসেবে দেখা দিয়েছে ডেঙ্গুজ্বর। এই মহামারী জ্বরে ঢাকাসহ সমগ্র দেশে মৃত্যুবরণ করেছে অনেক মানুষ। ডেঙ্গুর প্রতিকারের চেয়ে প্রতিরোধ জরুরি। প্রতিরোধের অন্যতম মাধ্যম হল, মশারি টাঙ্গিয়ে ঘুমানো। তাই জনসচেতনতা সৃষ্টিতে আমরা মশারি বিতরণ করছি।

মুহাম্মদ আবু আবিদ বলেন, প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম। দূর্বার তারুণ্য এর মাধ্যমে পুরো দেশে মশারি বিতরণ করা সম্ভব নয়। তবে এ কার্যক্রম জনসচেতনতা সৃষ্টিতে অধিক ভূমিকা রাখবে। আমরা মানুষের দরজায় গিয়ে মশারি পৌঁছে দিয়ে এটি ব্যবহারের গুরুত্বের দিকটা তুলে ধরছি। কারণ- মশারি অনেকের কাছে থাকলেও অতিরিক্ত গরমে তা মানুষ টাঙাতে চায় না। তাই মশারি বিতরণের পাশাপাশি তা ব্যবহারেরও সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখা জরুরি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুবলীগ নেতা রেজাউল করিম মামুন, মো. মিজান, আলাউদ্দিন,
মোঃ জিহাদুল ইসলাম, এ আর তাইমুন, রকি দাশ, নূর মোহাম্মদ, নারায়ণ দাশ, নরোত্তম দাশ, রিমন, সৈকতসহ আরও অনেকে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ