২৯ অক্টোবর ২০২৫

ডেলটা হেলথ কেয়ার চিটাগাং লিমিটেডের পরিচালনা পরিষদের সদস্য হলেন এলবিয়ন গ্রুপের চেয়ারম্যান রাইসুল উদ্দিন সৈকত

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রাম এর স্বনামধন্য বেসরকারী হাসপাতাল ডেলটা হেলথ কেয়ার চিটাগাং লিমিটেডের পরিচালনা পরিষদের সদস্য হলেন এলবিয়ন গ্রুপের চেয়ারম্যান রাইসুল উদ্দিন সৈকত।

ডেলটা হেলথ কেয়ার চিটাগাং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ মোঃ আশরাফুল কবির ভূইয়া স্বাক্ষরিত এক চিঠিতে এ খবর জানানো হয়।

ডেলটা হেলথ কেয়ার চিটাগাং লিমিটেডের ৫৪তম বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী রাইসুল উদ্দিন সৈকতকে পরিচালনা পরিষদের সম্মানিত সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ডাঃ মোঃ আশরাফুল কবির ভূইয়া চিঠিতে আশা প্রকাশ করে বলেন, আপনার অভিজ্ঞতা, কর্মদক্ষতা, দুরদর্শী চিন্তা চেতনা প্রতিষ্ঠানের সার্বিক উন্নতিতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।

উল্লেখ্য, এলবিয়ন গ্রুপের চেয়ারম্যান রাইসুল উদ্দিন সৈকত দৈনিক কালের কণ্ঠের শুভসংঘের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা। তাছাড়া তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্ত রয়েছেন।

বাংলাধারা/এফএস/এইচএফ

আরও পড়ুন