৬ নভেম্বর ২০২৫

ডেলমাস গার্মেন্টসে হামলা, প্রতিবাদে বিক্ষুব্ধ শ্রমিক

বাংলাধারা প্রতিবেদক »

চট্টগ্রাম নগরীর মিস্ত্রিপাড়ায় ডেলমাস গার্মেন্টসে পুনরায় দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। হামলায় আহত হয়েছে তৈরি পোশাক কারখানাটির ব্যবস্থাপনা পরিচালকসহ বেশ কয়েকজন। এমন ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদ জানিয়ে শেখ মুজিব সড়ক ২ ঘণ্টারও বেশি সময় ধরে অবরুদ্ধ করে রাখে কারখানাটির বিক্ষুব্ধ শ্রমিকরা।

বুধবার দিবাগত রাতে নতুন করে স্থাপন করা ওই কারখানার নিরাপত্তা প্রাচীর পুনরায় ভেঙে ফেলেছে দুষ্কৃতিকারীরা। পরবর্তীতে নিরাপত্তার স্বার্থে দেয়াল তুলতে গেলে পুলিশের উপস্থিতিতে দলবল নিয়ে বাধা দেয় স্থানীয় ইকবাল নামের এক ব্যক্তি। পরিস্থিতিতে সামাল দিতে গিয়ে নিজ কারখানায় বহিরাগতদের হামলার স্বীকার হয় গার্মেন্টসের মালিকসহ বেশ কয়েকজন। বিষয়টি নিয়ে ইতোমধ্যে সংশ্লিষ্ট থানায় সন্ত্রাসী হামলার অভিযোগ দায়ের করেছে কারখানা কর্তৃপক্ষ।

হামলায় নেতৃত্ব দানকারী ইকবালের বিরুদ্ধে এর আগে শিল্প পুলিশ বরাবর অভিযোগ দিয়েও প্রতিকার না মেলায় পুনরায় এমন ঘটনা ঘটেছে জানিয়ে দ্রুত চিহ্নিত দুষ্কৃতিকারীদের গ্রেফাতারের দাবি হামলার স্বীকার ডেলমাস গার্মেন্টসের মালিকপক্ষের।

পরে শিল্প পুলিশের আশ্বাসে সড়কের অবরোধ তুলে নেয় পোশাক তৈরি কারখানার শ্রমিকরা, এসময় দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয় পুলিশ।

পুনরায় নিজ কর্মস্থলে হামলার ঘটনায় বিক্ষুব্ধ তৈরি পোশাক কারখানাটির শ্রমিকরা। গার্মেন্টসটিতে পুনরায় হামলার আশঙ্কায় কারখানাজুড়ে অবস্থান নিয়েছে তারা, বন্ধ রেখেছে পোশাক তৈরি সংশ্লিষ্ট কার্যক্রম।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ