বাংলাধারা প্রতিবেদক»
ফেনীতে অভিযান চালিয়ে ৩২৩ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিও জব্দ করা হয়।
শুক্রবার (২৬ আগস্ট) ফেনী মহাসড়কের উপর গোপন সংবাদের ভিত্তিতে অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে গাড়ি তল্লাশি করে তাকে আটক করা হয়।
আটক মো. কামাল হোসেন (৩৮) কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার ডিমাতলী পশ্চিম পাড়া এলাকার তাজুল ইসলামের ছেলে।
এ বিষয়ে র্যাবের-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (জনসংযোগ) মো. নুরুল আবছার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭ এর একটি আভিযানিক দল ফেনী মডেল থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর একটি অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এ সময় একটি সিএনজি তল্লাশী করে আসামি মো. কামাল হোসেন (৩৮) কে ৩২৩ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজিটি জব্দ করা হয়।
আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ড্রাইভিং পেশার আড়ালে দীর্ঘদিন ধরে কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে কম মূল্যে মাদক কিনে পরবর্তীতে ফেনী, নোয়াখালী, চট্টগ্রামসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বেশি মূল্যে বিক্রি করে আসছে। উদ্ধার মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩ লাখ টাকা।
আটক আসামি এবং উদ্ধার মাদক পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাধারা/এসআরটি













