২৪ অক্টোবর ২০২৫

ড্রোন দিয়ে ইউক্রেনের হামলাচেষ্টা, রাশিয়ার প্রতিরোধ

কৃষ্ণসাগরের ক্রিমিয়া উপদ্বীপে একে একে ইউক্রেনের ৪২টি ড্রোন আটকে দিয়ে দেশটির হামলাচেষ্টা ব্যর্থ করে দেওয়ার দাবি করেছে রাশিয়া। রাতের আঁধারে এসব ড্রোন হামলা চালাতে এসেছিল এবং বেশিরভাগ ড্রোনকে ইলেকট্রনিক ওয়্যারফেয়ার দিয়ে আটকে দেওয়া হয়। এছাড়া কিছু ড্রোনকে সরাসরি ধ্বংসও করে দেশ রুশ কর্তৃপক্ষ। শুক্রবার (২৫ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে লিখেছে, ‘ক্রিমিয়া প্রজাতন্ত্রের ভূখণ্ডে নয়টি ইউএভি (মানুষবিহীন এরিয়াল ভেহিকেল) ধ্বংস করা হয়েছে। এছাড়া ইলেকট্রনিক ওয়্যারফেয়ার দিয়ে আরও ৩৩টি ইউএভি দমন করা হয়েছে এবং সেগুলো লক্ষ্যে পৌঁছাতে না পেরে বিধ্বস্ত হয়েছে।’

কিয়েভ বারবার বলেছে, তারা ক্রিমিয়াকে নিজেদের দখলে ফিরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে। বৃহস্পতিবার ইউক্রেন বলেছে, তার বাহিনী ‘বিশেষ অভিযান’ চলাকালীন রাশিয়া-অধিভুক্ত ক্রিমিয়ায় ইউক্রেনীয় পতাকা উড়িয়েছে।

ক্রিমিয়ায় রাশিয়ার এস-৪০০ অ্যান্টি এয়ারক্রাফট সিস্টেম আছে। বুধবার ইউক্রেন দাবি করে, তারা সেই সিস্টেম ধ্বংস করে দিয়েছে। ওইদিন ইউক্রেনীয় সময় সকাল ১০টার দিকে ক্রিমিয়ায় একটি বড়সড় বিস্ফোরণ হয়।

আরও পড়ুন