বাংলাধারা ডেস্ক »
ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী প্রার্থীদের নাম, ঠিকানা ও পদসহ গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে নির্বাচন কমিশনের যুগ্মসচিব ফরহাদ আহমেদ এসব তথ্য জানান।
তিনি বলেন, মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে নির্বাচন কমিশন থেকে অনুমোদনের পর গেজেট প্রকাশের জন্য বিজি প্রেসে পাঠানো হয়। আজ তা প্রকাশিত হয়েছে।
স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন-২০০৯ অনুযায়ী সিটি করপোরেশন নির্বাচনের পর মেয়র বা কাউন্সিলরদের নাম সরকারি গেজেটে প্রকাশ করে নির্বাচন কমিশন। গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে সরকার বা সরকার কর্তৃক মনোনীত কর্তৃপক্ষ মেয়র ও সব কাউন্সিলরের শপথ নেওয়ার ব্যবস্থা করবে।
বাংলাধারা/এফএস/টিএম













