২৬ অক্টোবর ২০২৫

ঢাকায় ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচী পালন

বাংলাধারা ডেস্ক »

ঢাকায়  ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচী পালন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে অবমাননা করে ফ্রান্সের প্রেসিডেন্টের দেয়া বক্তব্যের প্রতিবাদে এই কর্মসূচী পালন করা হয়।

আজ (২৭ অক্টোবর) সকাল ১০টায় চরমোনাই পীরের নেতৃত্বাধীনে দলের

নেতাকর্মীরা  বায়তুল মোকাররম উত্তর গেটে জড়ো হয়। পরে মিছিল নিয়ে ফ্রান্স দূতাবাস অভিমুখে যাত্রা শুরু করলে মিছিলটি শান্তিনগর মোড়ে পৌঁছালে পুলিশ আটকে দেয়ায় এখানেই তাদের কর্মসূচির ইতি ঘটে।

এতে আরও ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

তিনি বলেন, ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শিত হচ্ছে। মুহাম্মদ (সা.) কে অপমান করা হচ্ছে। যা ইসলাম ধর্মের প্রতি অবমাননা। আর এ জন্য ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুল  ম্যাক্রোঁকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। পাশাশাশি জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব আনার ও দাবি জানান তিনি।

উল্লেখ্য, ফ্রান্সে সম্প্রতি ক্লাসরুমে হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর অবমাননা করায় একজন স্কুল শিক্ষকের শিরচ্ছেদের ঘটনার পর ইসলাম ধর্ম নিয়ে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও ফ্রান্সের সাম্প্রতিক ধৃষ্টতার প্রতিবাদে ইতোমধ্যেই মধ্যপ্রাচ্যের কাতার, জর্ডান, ইরান, কুয়েতসহ গোটা  মুসলিম বিশ্বে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন