২৬ অক্টোবর ২০২৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেন্সিডিল উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার

বাংলাধারা প্রতিবেদন»

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২০০ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাব-৭, চট্টগ্রাম।

১৯ আগস্ট ২০২১ ইং তারিখ রাত সাড়ে ৯ টার দিকে গোপন সূত্রমতে প্রাপ্ত তথ্য অনুযায়ী র‍্যাব-৭ এর একটি দল সীতাকুন্ড থানাধীন ডি টি রোড বানুর বাজার এলাকাস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে।

এসময় র‌্যাবের চেকপোস্টের দিকে আসা ২ টি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহ জনক মনে হলে র‌্যাব সদস্যরা মোটরসাইকেলগুলোকে থামানোর সংকেত দেয়। কিন্তু মোটরসাইকেলগুলো র‌্যাবের চেকপোস্টের সামনে না থামায়ে দ্রুত পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা মোটরসাইকেলসহ তিনজনকে আটক করে।

গ্রেফতারকৃতরা হলেন, জামালপুর জেলার চর চারিয়া (শাহজাহানের বাড়ী) এলাকার মৃত সুরমান আলীর ছেলে  মোঃ শাহ আলম প্রঃ আলম (৪২), চট্টগ্রাম নগরীর সরাইপাড়া এলাকার মৃত আহসান উল্লাহর ছেলে  মোঃ বাচ্চু মিয়া (৪৫) এবং চট্টগ্রাম নগরীর দেওয়ানহাট এলাকার আব্দুস সালাম মিয়ার ছেলে মোঃ লিটন মিয়া (৪১)।

আটককৃত আসামীদের দেওয়া তথ্যে মতে তাদের নিজ হেফাজতে থাকা ট্রাভেল ব্যাগ তল্লাশী করে ২০০ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ আসামীদের গ্রেফতার করা হয় এবং মোটরসাইকেলগুলো জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকের মূল্য প্রায় দুই লাখ টাকা।

জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, তারা দীর্ঘ দিন যাবৎ কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে তা চট্টগ্রামসহ দেশের অন্যান্য অঞ্চলের মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট পাচার করে আসছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২০০ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাব-৭, চট্টগ্রাম।

উল্লেখ্য যে, আসামী মোঃ শাহ আলম প্রঃ আলম এর বিরুদ্ধে কুমিল্লা ও চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় ৫টি মামলা রয়েছে, আসামী মোঃ বাচ্চু মিয়া এর বিরুদ্ধে চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় ২টি মামলা রয়েছে এবং আসামী মোঃ লিটন মিয়া এর বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর ডবলমুড়িং থানায় ১টি মামলা রয়েছে।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন