স্পোর্টস ডেস্ক»
ঢাকা টেস্টের প্রথমদিনে টস জিতে দিনের শুরুতেই হোচঁট বাংলাদেশের।এরপর লিটন মুশফিকের ক্লাসিকাল সেঞ্চুরীতে ড্রেসিংরুমে ফিরে এসেছে স্বস্তি। প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২৭৭ রান।
বর্তমান ক্রিকেটে টস অন্যতম বড় ফ্যাক্ট। ঢাকা টেস্টে সে ফ্যাক্টে জয়ী টাইগার কাপ্তান ব্যাটিং এর সিদ্ধান্ত নেন। প্রথমদিনের খেলায় উইকেটে সামান্য ঘাস থাকলেও টস জয়ের এডভেন্টেজ কাজে লাগানোর জন্য এই সিদ্ধান্ত নেন মুমিনুল। তবে দিনের শুরুতেই শ্রীলংকা দলের অধিনায়ক করুণারত্নের আস্থার প্রতিদান দিয়েছেন লংকান ফাস্টবোলাররা।
দলীয় ০ রানে কাসুন রাজিথার গুডলেন্থের বল ইনসুইং করে ভাঙ্গে মাহমুদুল হাসান জয়ের উইকেট। এরপর অসিথা
ফার্নাদোর ওভারে কোনো রান না করে লেগ স্ট্যাম্পের বল খেলতে গিয়ে পয়েন্টে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের ফেরেন তামিম ইকবাল। এরপর দলীয় ১৬ রানে সেই ফার্নাদোর বলে উইকেট কিপারকে ক্যাচ দিয়ে মাত্র ৯ রানে ড্রেসিং রুমে ফেরেন টাইগার ক্যাপ্টেন মুমিনুল হক। এরপর স্কোরবোর্ডে ৮ রান যোগ করতেই শান্ত এবং সাকিবের উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। মিরপুরের স্কোরবোর্ডে তখন টাইগারদের ২৪ রানে ৫ উইকেট। টাইগার সমর্থকদের মনে তখন দুশ্চিন্তার আভা।
সেই দুশ্চিন্তাকে স্বস্তিতে রূপ দেয় লিটন ও মুশফিকের দায়িত্বশীল ব্যাটিং। দায়িত্বের ভার কাঁধ নিয়ে লজ্জার স্কোরকে সম্মানজনক স্থানে নিয়ে যান লিটন এবং মুশফিক। তিন সেশন ব্যাটিং করে প্রথমদিন শেষ করে টাইগার দুই ব্যাটার। দুইজন মিলে স্কোর বোর্ডে যোগ করে ২৫৩ রান।
এর আগে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি উদযাপন করেন আগের ম্যাচের শতক বঞ্চিত হওয়া লিটন কুমার দাশ।এরপর মুশফিকুর রহিম করেন ব্যাক টু ব্যাক সেঞ্চুরি। যেটি তার টেস্ট ক্যারিয়ারের নবম শতক।
ঢাকা টেস্টের প্রথম দিন শেষে টাইগারদের সংগ্রহ ৫ উইকেটে ২৭৭ রান। ১৩৫ রানে অপরাজিত লিটন ও ১১৫ রানের অপরাজিত মুশফিক আগামীকাল নামবে দ্বিতীয় দিনের খেলায়। সমর্থকদের প্রত্যাশা তাদের সেঞ্চুরী পরিণত হোক ডাবল সেঞ্চুরীতে এবং বাংলাদেশ এগিয়ে যাক ঢাকা টেস্ট জয়ে।













