কক্সবাজার প্রতিনিধি »
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সমুদ্রে বাড়ন্ত জোয়ারের ঢেউয়ের আঘাতে কক্সবাজার মেরিন ড্রাইভের টেকনাফে দুই অংশে ভাঙন সৃষ্টি হয়েছে। ফলে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে সড়কটি। এমনটি জানিয়েছেন টেকনাফের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরফান হক চৌধুরী।
ইউএনও বলেছেন, সিত্রাংয়ের কারণে সমুদ্রের জোয়ারের পানি স্বাভাবিক অবস্থার চেয়ে বেশি ছিল। এতে সোমবার রাতে জোয়ারের সময় ঢেউয়ের আঘাতে টেকনাফের সাবরাং ইউনিয়নের বাহারছড়াস্থ শশ্মান এলাকায় মেরিন ড্রাইভের দুইটি অংশে ভাঙন সৃষ্টি হয়েছে। যেখানে সড়কের ৬-৭ হাত করে অংশ ভেঙ্গে গেছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহিদ ইকবাল জানান, সিত্রাংয়ে কোন হতাহত না থাকলেও উপকূলের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ভেঙে গেছে অনেক চিংড়ি ঘেরের বাঁধ। এতে, ক্ষয়-ক্ষতি নিরূপণের কাজ চলছে বলে জানান তিনি।













