বাংলাধারা ডেস্ক »
তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদের পক্ষে রাঙ্গুনিয়ার ইসলামপুরে তিন শতাধিক দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে আনোয়ার-আয়েশা ফাউন্ডেশন।
শুক্রবার (১৪ এপ্রিল) বিকেলে উপজেলার ইসলামপুর ইউনিয়নের পেয়ার মোহাম্মদ চৌধুরী বাড়ির আনোয়ার হোসেন চৌধুরীর বাড়িতে এসব ঈদ উপহার বিতরণ করা হয়। ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল- ৪ কেজি চাল, ৪ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি তেল, ১০ প্যাকেট নুডলস ও আধা কেজি সেমাই।
এ সময় উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন চৌধুরী, ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হোসেন তালুকদার, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী বাবলা, ধর্ম সম্পাদক মাওলানা আব্দুস শুক্কুর, উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দিন তালুকদার, ক্রীড়া সম্পাদক সরওয়ার উদ্দিন, রাজানগর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আবু মনছুর, ইসলামপুরে ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি আরিফ মঈনুল হাসান চৌধুরী সওখত, ফরহাদ চৌধুরী, রোমান চৌধুরী, সেচ্ছাসেবকলীগ নেতা রহমত উল্লাহ চৌধুরী, জেলা ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক জোবাইরুল ইসলাম চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রিজভী চৌধুরী, মো. জেকশন চৌধুরী, ছাত্রলীগ নেতা খসরু চৌধুরী, অভি চৌধুরী, তৌফিক চৌধুরী, আরফাত চৌধুরী প্রমুখ।
এ বিষয়ে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও আনোয়ার-আয়েশা ফাউন্ডেশনের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম চৌধুরী বলেন, প্রতিবছরের ন্যায় এবছরও মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের পক্ষে আনোয়ার-আয়েশা ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় গরীব মেহনতী মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছি। আগামীতেও সকলের পাশে থাকায় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।













