২৩ অক্টোবর ২০২৫

তথ্য উপদেষ্টার ওপর হামলায় সিইউজে ও প্রেসক্লাব নেতৃবৃন্দের ক্ষুব্ধ প্রতিক্রিয়া

রাজধানীর কাকরাইলে অন্তর্বর্তী সরকারের মাননীয় তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ওপর বোতল নিক্ষেপের অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রামের সাংবাদিক সংগঠনসমূহ।

বৃহস্পতিবার (১৫ মে) এক যৌথ বিবৃতিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহ-সভাপতি শহীদ উল আলম ও যুগ্ম মহাসচিব মহসিন কাজী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)-এর সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ এবং চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি সালাউদ্দিন মোহাম্মদ রেজা ও সাধারণ সম্পাদক দেব দুলাল ভৌমিক।

বিবৃতিতে বলা হয়, “নতুন হল নির্মাণ, ক্যাম্পাস সম্প্রসারণ এবং আবাসন সংকট নিরসনের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে আন্দোলন করছিলেন, তার মধ্যেই গত বুধবার (১৪ মে) রাতে তথ্য উপদেষ্টার ওপর যে হামলা চালানো হয়েছে তা শুধু নিন্দনীয় নয়, বরং এটি একটি শাস্তিযোগ্য অপরাধ। শিক্ষার্থীদের দাবিদাওয়া শুনতে বড় হৃদয় নিয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তার ওপর এ ধরনের হামলা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে বিঘ্ন সৃষ্টি করে এবং এটি দেশের স্থিতিশীলতা নষ্টের অপচেষ্টা।”

নেতৃবৃন্দ আরও বলেন, “আন্দোলনের নামে সহিংসতা বা বিশৃঙ্খলা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে—যাতে ভবিষ্যতে কেউ এমন দুঃসাহস দেখাতে না পারে।

এআরই/বাংলাধারা

আরও পড়ুন