বাংলাধারা বিনোদন »
পশ্চিমবঙ্গের জনপ্রিয় চিত্রনায়িকা ও সংসদ সদস্য নুসরাত জাহানকে নিয়ে গুঞ্জন যেন থামছেই না। বছরের শুরুতে স্বামী ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে বিচ্ছেদ, অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে প্রেম; এসব ছাপিয়ে নুসরাত জাহান এখন খবরের শিরোনাম প্রেমিক যশের সন্তানের মা হওয়ার গুঞ্জনে।
তবে এই গুঞ্জনের মাঝেই ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে একটি স্টোরি পোস্ট করেছেন নুসরাত। এতে একটি ফুলের ছবি পোস্ট করেছেন তিনি। সেখানে ছবির পাশে ইংরেজিতে একটি বাক্য লেখা, যার অর্থ, ‘তোমার মতো বেড়ে ওঠো।’
নুসরাতের এই পোস্ট তার মা হওয়ার গুঞ্জনটি আরো উসকে দিয়েছে। নেটিজেনদের ধারণা, অনাগত সন্তানকে উদ্দেশ্য করেই পোস্টটি করেছেন এই অভিনেত্রী।
কলকাতার প্রভাবশালী গণমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, মা হচ্ছেন নুসরাত। এক মাস আগেই এই সুখবর পেয়েছেন তিনি। আর নুসরাতের সন্তানের বাবা হচ্ছেন তাঁর সঙ্গে প্রেমের গুঞ্জন চলা অভিনেতা যশ দাশগুপ্ত।
এ প্রসঙ্গে নুসরাতের স্বামী নিখিল জৈন আনন্দবাজার ডিজিটালকে জানিয়েছেন, ‘এই বিষয়ে আমি কিছুই জানি না। ওর সঙ্গে দীর্ঘ দিন আমার কোনো সম্পর্ক নেই। এর থেকেই স্পষ্ট হয়ে যায় যে, এই সন্তান আমার নয়।’
সেই বক্তব্য আরও দীর্ষ করে গণমাধ্যমটিকে নিখিল জানিয়েছেন, ‘আমি জানিও না নুসরাত মা হতে চলেছে। এই খবর আমার কাছে আসেনি। আসার পথও বন্ধ। আর আমরা কেউ যোগাযোগ রাখি না। নুসরাত আর আমি অনেক দিন থেকেই আলাদা থাকি। নয়-নয় করে ছ’মাস হয়ে গেল।’
শুভকামনা জানিয়ে এই ব্যবসায়ী আরও যুক্ত করেছেন, ‘এখন যে নতুন সঙ্গীর সঙ্গে ও আছে, তার সঙ্গেই ভালো থাক। ঈশ্বর ওদের মঙ্গল করুন। গত ছ’মাস ওর সঙ্গে আমার সম্পর্ক নেই। আমি একজন সাধারণ মানুষ। আমার পরিবারের মূল্যবোধ নিয়ে আমি ভালো আছি।’
বাংলাধারা/এফএস/এআর













