নামের প্রথম অক্ষরের মতো মনেরও মিল ছিল অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের সঙ্গে নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়ের। তাদের প্রেমের কথা টলিউডের সবার জানা। সেসব এখন অতীত। এরপর জল গড়িয়েছে অনেক দূর। সেই জলে ভেসে সৃজিত থিতু হয়েছেন রাফিয়াত রশীদ মিথিলার আঁচলে। অন্যদিকে স্বস্তিকা আছেন একাকি জীবন উপভোগ করছেন।
নতুন খবর হচ্ছে সামাজিক মাধ্যমে একসঙ্গে ধরা পড়েছেন স্বস্তিকা-সৃজিত। ছবিতে প্রাণ খুলে হাসছেন তারা। ক্যাপশনে সৃজিত লিখেছেন, হঠাৎ দেখা, অফিস অঞ্চলে। এদিকে দুজনের এই হাসি প্রশ্ন তুলেছে অসংখ্য মনে।
প্রাক্তনকে দেখে তো চোখ মুখ কটমটিয়ে অন্য পথে হাঁটা দেওয়ার কথা। তার বদলে এত হাসি! তবে কী ভেতরে ভেতরে অন্যকিছু চলছে? নতুন করে জেগে উঠেছে পুরোনো প্রেম? ফিরে পাওয়ার আনন্দেই এত হাসি দুজনের? তবে কি মিথিলাকে রেখে স্বস্তিকার কাছে ফিরছেন সৃজিত? এমনটা ভাবছেন নেটিজেনদের অনেকে।
তাদের কেউ মন্তব্য করেছেন, ‘এভাবেও ফিরে আসা যায়!’ অন্য একজন লিখেছেন, ‘পুরনো প্রেম কি আর ভুলে থাকা যায়।’ তবে সেসবের কোনো উত্তর দেননি সৃজিত বা স্বস্তিকা।
এদিকে ধারাবাহিকভাবে কদিন পর পর সামনে আসছে সৃজিত-মিথিলার বিচ্ছেদ গুঞ্জন। যদিও তারা দুজনেই এসব গুঞ্জনকে মিথ্যে বলে উড়িয়ে দিচ্ছেন। মিথ্যা হলে ভালো। আর না হলে সেই একাকীত্ব দূর করতেই কী প্রাক্তনের সঙ্গে সৃজিত।













