বাংলাধারা প্রতিবেদন »
বাংলাদেশ-মায়ানমার তমব্রু সীমান্তে মাইন বিস্ফোরণে আহত এক যুবককে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়েছে। আহত ওই যুবকের নাম উইনু থোয়াইং তঞ্চঙ্গ্যা (২৩)। মাইন বিস্ফোরণে তার পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে তাকে চমেক হাসপাতালে নিয়ে আসা হয়। উইনু থোয়াইং বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু হেডম্যান পাড়ার ৩ নম্বর ওয়ার্ডের অংক্য থোয়াইন তঞ্চঙ্গ্যার ছেলে।
জানা গেছে, শূন্যরেখার ৩৫ নম্বর পিলারের কাঁটাতারের কাছে শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকালে গরু আনতে গিয়ে তিনি স্থলমাইন বিস্ফোরণে আহত হন। তার বাম পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে কুতুপালং এমএসএফ হাসপাতাল ও পরে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করে। এরপর উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়।
পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদেকুর রহমান গণমাধ্যমকে বলেন, মাইন বিস্ফোরণে আহত একজনকে চমেক হাসপাতালে নিয়ে আসা হয়েছে। বর্তমানে তিনি ২৫ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।













