৪ নভেম্বর ২০২৫

তরুণ বয়সেই বঙ্গবন্ধুর মধ্যে রাজনৈতিক দর্শন ও রাষ্ট্রচিন্তা গড়ে উঠেছিল : নওফেল

বাংলাধারা প্রতিবেদন »  

তরুণ বয়সেই বঙ্গবন্ধুর মধ্যে চমৎকার রাজনৈতিক দর্শন ও রাষ্ট্রচিন্তা গড়ে উঠেছিল। এই রাজনৈতিক দর্শন ও রাষ্ট্রচিন্তার সঙ্গে নতুন প্রজন্মের পরিচিত হওয়া দরকার।

শুক্রবার (৬ মার্চ) সকাল সাড়ে নয়টায় ‘তর্জনী তাঁর মুক্তির কথা বলে’ স্লোগান সামনে রেখে নগরের দামপাড়া প্রিমিয়ার ইউনিভার্সিটি অডিটোরিয়ামে আয়োজিত বঙ্গবন্ধু-পিইউডিএস জাতীয় বিতর্ক উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এসব কথা বলেন।

শিক্ষা উপমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজ থেকে একশ’ বছর আগে জন্ম নিয়েছিলেন বলেই আমরা বাংলাদেশ পেয়েছি। হাজার বছরের পরাধীন বাঙালিকে স্বাধীনতা এবং এ দেশ দেওয়ার জন্য তিনি পাকিস্তানের প্রায় ২৩ বছরের শাসনামলে অনেক আন্দোলন-সংগ্রাম করেছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন, অবর্ণনীয় কারানির্যাতন ভোগ করেছেন।

নওফেল বলেন, সমাজ পরিবর্তনের জন্য বা যুক্তিনির্ভর সমাজ গঠনের জন্য গতানুগতিক অনুশীলনের বাইরে গিয়ে ভালো ভালো বিষয়ে বিতর্ক করতে হবে। এই বিতর্কের মাধ্যমে খুঁজে বের করতে হবে সমাধান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর একেএম তফজল হক, কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহীত উল আলম ও প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (পিইউডিএস) চিফ মডারেটর জুলিয়া পারভিন।

প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (পিইউডিএস) সাবেক সভাপতি সাবের শাহের সঞ্চালনায় অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য বোরহানুল হাসান চৌধুরী সালেহিন, ব্যবসা-শিক্ষা অনুষদের প্রফেসর অমল ভূষণ নাগ, ব্যবসা-শিক্ষা অনুষদের সহকারী ডিন মঈনুল হক, প্রক্টর আহমদ রাজীব চৌধুরী, গণিত বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ ইফতেখার মনির, আইন বিভাগের চেয়ারম্যান তানজিনা আলম চৌধুরী, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান টুটন চন্দ্র মল্লিক, ইংরেজি বিভাগের চেয়ারম্যান সাদাত জামান খান, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন চৌধুরী, পিইউডিএসের মডারেটর সঞ্জয় বিশ্বাস, হিল্লোল সাহা, মিনহাজ হোসাইন, নিলুফার সুলতানা, সাইফুদ্দিন মুন্না, ফারিয়া হোসেন বর্ষা, নুসরাত শারমিন ও শহীদুল আলম রোমেল প্রমুখ।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন