২ নভেম্বর ২০২৫

‘তাই পৃথিবী আবার ফেরত নিয়েছেন-স্রষ্টা’

জিন্নাহ চৌধুরী 

বোমায় ক্ষতবিক্ষত শরীর নিয়ে
মরে যাবার আগে সিরিয়ার সেই আহত
শিশু ওমরান বলেছিল- আমি স্রষ্টাকে
সবকিছু বলে দেব!
সে হয়তো স্রষ্টাকে সব বলে দিয়েছে।

আমরা একে অপরকে ধ্বংস করার জন্য মারণাস্ত্র বানিয়েছি লক্ষ-কোটি!
তাই পৃথিবী আবার ফেরত নিয়েছেন-স্রষ্টা।

শরীর টুকরা টুকরা করার সময় সৌদী সাংবাদিক জামাল খাসোগি বলেছিলেন- আমি স্রষ্টাকে সবকিছু বলে দেবো! আমি দেশ ছেড়েছি, পরিবারও ছেড়েছি, স্রষ্টা তুমি এদের দেশ ও পরিবার ছাড়া করো।
সে হয়তো স্রষ্টাকে সব বলে দিয়েছ।

তাই পৃথিবী আবার ফেরত নিয়েছেন-স্রষ্টা।

মেহনাজ নামের কাশ্মীরের সেই মেয়েটি নিজ গৃহে লকডাউনে থেকে বলেছিলো, আমি স্রষ্টাকে সব কিছু বলে দেবো! আমাদের লোভের কথা, অসভ্যতার কথা, নির্যাতনের কথা।
সে হয়তো স্রষ্টাকে সব বলে দিয়েছে।

তাই পৃথিবী আবার ফেরত নিয়েছেন-স্রষ্টা।

সাগরপাড়ে পড়ে থাকা আ্যালান কুর্দি, মরার আগে বলেছিল আমি স্রষ্টাকে সবকিছু বলে দেবো! সে হয়তো স্রষ্টাকে সব বলে দিয়েছে। আমরা মানুষে মানুষে বিভেদ বাড়ানোর জন্য তৈরি করেছি নানা গোপন অস্ত্র।
তাই পৃথিবী আবার ফেরত নিয়েছেন-স্রষ্টা।

চীনের শিনচিয়াং এর উইঘুরদের মুসলিম এরা মরার আগে বলেছিলো আমরা সবকিছু স্রষ্টাকে বলে দেবো! তারাও তাদের কষ্টের কথা স্রষ্টাকে বলে দিয়েছিলেন।

তাই পৃথিবী আবার ফেরত নিয়েছেন-স্রষ্টা

ভারতের কাঁটাতারে ঝুলতে থাকা ফেলানি গুলি খাবার আগে বলেছিলো- আমি স্রষ্টাকে সবকিছু বলে দেবো! পৃথিবী একদিন নির্মল ছিল; বলেছে সেই পৃথিবীর কথা, যে একদিন সবার ছিল। এই সবার পৃথিবীকে তোমরা ভাগ করেছো ইচ্ছেমতো। ধর্মের নামে, দেশের নামে, ভাষার নামে মানুষকে দূরে সরিয়েছো। গায়ের রং দিয়ে, গণতন্ত্রের নামে কেটে টুকরো করেছো আমাদের মানচিত্র। সে হয়তো স্রষ্টাকে সব বলে দিয়েছে।

তাই পৃথিবী আবার ফেরত নিয়েছেন-স্রষ্টা

বাংলাদেশের গুলশানে হলি আর্টিজান হামলায় ইতালিয় নাগরিক সিমোনা মন্টি সাত মাসের অন্ত:সত্ত্বা রমনী গুলি খাবার আগে বলেছিলো আমি স্রষ্টাকে সব কিছু বলে দেবো! হলি আর্টিজানের নির্মম হত্যাযজ্ঞ, ইতিহাসের জঘন্যতম জঙ্গি হামলা। ভয়াবহ নৃশংস হত্যাযজ্ঞের কথা সিমোনা হয়তো স্রষ্টাকে বলে দিয়েছিলেন।

তাই পৃথিবী আবার ফেরত নিয়েছেন-স্রষ্টা।

মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমরা বলেছিলো আমরা সবকিছু স্রষ্টা কে বলে দেবো! ঊর্বর, অমানবিক, নিষ্ঠুর, জঘন্য, হিংসাত্মক ও লোমহর্ষক নির্যাতনের ঘটনা! তারা হয়তো স্রষ্টাকে সব বলে দিয়েছেন।

তাই পৃথিবী আবার ফেরত নিয়েছেন-স্রষ্টা।

খাঁচায় বন্দি সেই পাখিটি মরে যাবার আগে বলেছিলো, আমি স্রষ্টাকে সবকিছু বলে দেবা! সে হয়তো স্রষ্টাকে সব বলে দিয়েছে। যে আর আকাশে ওড়েনি, বলেছে সেই আকাশের কথা, যে একদিন নীল ছিল; বলেছে সেই বাতাসের কথা, যে একদিন নির্মল ছিল; বলেছে সেই সমুদ্রের কথা, যে একাই ধারণ করেছে পৃথিবীর তিনভাগ জল।

তাই পৃথিবী আবার ফেরত নিয়েছেন-স্রষ্টা।

প্রকৃতির আর্তনাদ শুনেছেন, শুনেছেন সেই পাখিটির কান্না ও অভিযোগ।

আলপিনের ডগায় ফেলতে পারা আমেরিকার স্টেলথ বি বোমারু বিমান আজ কোথায়? কোথায় পরমাণু বোমা, হাইড্রোজেন বোমা, রাশিয়ার মিসাইল? চীনের রাসায়নিক বোমা? যুদ্ধের প্রস্তুতির জন্য খরচ করেছো তোমরা এক দশমিক আট দুই দুই ট্রিলিয়ন মার্কিন ডলার। তারা সবাই সব বলে দিয়েছে স্রষ্টাকে।

সোনা আর পেট্রো ডলারে মুড়ে রাখা সৌদী অহংকার থরথর করে মৃত্যুভয়ে কাঁপছে আজ, বৈভবে মোড়া দুবাই এর বুর্জ খলিফা খাঁ খাঁ করছে, জনমানবহীন। প্যারিসের আইফেল টাওয়ার একাই দাঁড়িয়ে আছে পর্যটকহীন। ছোট্ট একটি ভাইরাসের কাছে প্রবল পরাক্রমশালী আমেরিকা ইউরোপ বৃটেন অসহায়ের মত ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। বিনাযুদ্ধে বিনা মারণাস্ত্রে পৃথিবীর মানুষ আজ লকডাউন। ওরা সব বলে দিয়েছে স্রষ্টাকে, স্রষ্টা তাদের আর্তনাদ শুনেছে।

তাই পৃথিবী আবার ফেরত নিয়েছেন-স্রষ্টা।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ