৪ নভেম্বর ২০২৫

তাপস হত্যার বিচারের দাবিতে চবিতে ছাত্রলীগের মৌনমিছিল

চবি প্রতিনিধি »

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রলীগকর্মী তাপস হত্যার বিচারের দাবিতে মৌন মিছিল করেছে শাখা ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা।

রবিবার (৮ ডিসেম্বর) দুপুরে মৌন মিছিলটি শাহ আমানত হল থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট শহীদ মিনার হয়ে প্রশাসনিক ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ‘অনেক আশা করে তাপস এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন কিন্তু এখান থেকে তাকে লাশ হয়ে ফিরে যেতে হয়েছে। এই বিশ্ববিদ্যালয়ে এ পর্যন্ত তাপসের মত ১৭ জন খুন হয়েছে। যার একটিও বিচার হয়নি। এভাবে চলতে থাকলে খুনের ধারা অব্যহত থাকবে। প্রশাসনের নিরব ভূমিকাই এর জন্য দায়ী। আমরা দ্রুত এর বিচার চাই।’

বক্তারা আরও বলেন বুয়েটের আবরার হত্যার ২৪ ঘন্টার মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু পাঁচ বছর পেরিয়ে গেলেও তাপস হত্যার জড়িতদের গ্রেপ্তার করা হয়নি। এসময়এ হত্যার জন্য শাখা ছাত্রলীগের অপর পক্ষ ভিএক্সের নেতা ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক মিজানুর বিপুল ও ছাত্রলীগ নেতা প্রদীপ চক্রবর্তী দূর্জয়কে দায়ী করে তাদের গ্রেপ্তার ও এ হত্যার সাথে জড়িত সকলের সর্বোচ্চ শাস্তি দাবি করেন এবং দ্রুততম সময়ের মধ্যে এর বিচার চান।

উল্লেখ্য, ২০১৪ সালের ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী দিবসে ফুল দেওয়াকে কেন্দ্র করে শাখা ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে প্রতিপক্ষের ছোড়া গুলিতে নিহত হয় সিএফসি পক্ষের কর্মী ও সংস্কৃতি বিভাগের ১৩-১৪ সেশনের প্রথম বর্ষের শিক্ষার্থী তাপস সরকার।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন