বাংলাধারা প্রতিবেদন »
তামাক বিরোধী সংঠনগুলোর সঙ্গে একাত্মতা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি। তিনি বলেন, তরুণ প্রজন্মকে তামাকের নেশা থেকে দূরে রাখতে সিগারেট ও তামাকপণ্যকে শিশু ও যুবাদের ক্রয়ক্ষমতার বাইরে নিয়ে যেতে হবে। আমি প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানাচ্ছি, তামাকমুক্ত বাংলাদেশ অর্জনে এবং শিশু ও যুবদের তামাকের মরণছোবল থেকে রক্ষা করতে তামাকপন্যের কর বৃদ্ধি করুন।’
সোমবার (৮ জুন) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এমনটাই জানিয়েছে বাংলাদেশ ইন্সটিটিউট অব থিয়েটার আর্টস বিটা। বিবৃতিতে বিটা’র মিডিয়া ম্যানেজার উর্মি বড়ুয়া জানান, বিটা পরিচালিত প্রকল্পের কর্মকর্তাদের সাথে করোনা মোকাবেলায় তামাকনিয়ন্ত্রণ এবং ভবিষ্যত করণীয় বিষয়ে আলোচনা করেন খাদিজাতুল আনোয়ার সনি।
এ সময় সনি বলেন, দেশে বিপুল সংখ্যক মানুষ তামাক ব্যবহারের অন্যতম প্রধান কারণ বাংলাদেশে তামাক দ্রব্যের সহজলভ্যতা। এখানে তামাক দ্রব্য খুব সস্তা হওয়ায় শিশু ও তরুণরা খুব সহজেই তামাকজাত দ্রব্য ক্রয় করতে পারে। ফলে দিনের পর দিন আগামী প্রজন্মেও বিশাল একটি অংশ তামাকের ভয়াল ছোঁবলে মারাত্মকভাবে আক্রান্ত।
তিনি, ‘গ্রামীণ জনপদে বিশেষত নারীদেও মধ্যে জর্দা, গুল, সাদাপাতা ব্যবহারের মাত্রা কমিয়ে আনতে ২০২০-২০২১ অর্থ বছরেও বাজেটে করারোপ বৃদ্ধিসহ কার্যকর পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের প্রতিও আহবান জানান।’
বাংলাধারা/এফএস/টিএম













