ভারতীয় সহকারী হাই কমিশনার রাজীব রঞ্জন ভারত বাংলাদেশে ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, তারুণ্যই দুই দেশের এগিয়ে যাওয়ার প্রধান শক্তি।
শুক্রবার (৫ এপ্রিল) চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে ইউথ ডেলিগেশন টু ইন্ডিয়া এলামনাইয়ের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
এসময় তিনি অতীত ও বর্তমানের মতো আগামীতেও তরুণরাই এই দুই দেশের সম্পর্ককে বিভিন্ন ক্ষেত্রে আরো এগিয়ে নিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বিগত সময়ে চট্টগ্রাম থেকে ভারত সরকারের ‘বাংলাদেশ ইউথ ডেলিগেশন টু ইন্ডিয়া’ (বিওয়াইডি) কর্মসূচিতে অংশ নেয়া সদস্যরা এ পুনর্মিলনী ও প্রীতি সম্মিলনের আয়োজন করে।
বিওয়াইডি এলামনাই এডভোকেট মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিওয়াইডি এলামনাই ও চট্টগ্রাম প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক সোহেল সারওয়ার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য সাংবাদিক আজহার মাহমুদ, সাংবাদিক শিহাব জিসান অনিক, সাংবাদিক ফেরদৌস লিপি, শামীমা শীলা, নওরীন মুনীর প্রমা, সাজু রায় রাহুল, নাঈমুল ইসলাম, বিপ্লব পার্থ, সৈয়দ মো: নুরাঈন প্রমুখ।
উল্লেখ্য, ভারত সরকারের আমন্ত্রণে ২০১২ সাল থেকে প্রতিবছর বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রের ১০০জন মেধাবী তরুণ ভারতে রাষ্ট্রীয় সফর করেন। চট্টগ্রাম থেকেও প্রতিবছর উল্লেখযোগ্য সংখ্যক তরুণ রাষ্ট্রীয় সফর করেন।













