বাংলাধারা প্রতিবেদন »
তারেক মাসুদ, ক্যাথরিন মাসুদ ও মিশুক মুনীরসহ নয় সদস্যের একটি দল ২০১১ সালের এই দিনে ‘কাগজের ফুল’ সিনেমার লোকেশন দেখতে মানিকগঞ্জে যায়। ফেরার পথে মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকা এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনার কবলে পড়েন তারা।
বিপরীতে থেকে আসা একটি বাসের সঙ্গে সংঘর্ষে মাইক্রোবাসে থাকা তারেক-মিশুকসহ আরও তিনজন চলচ্চিত্রকর্মী নিহত হন। দেখতে দেখতে পার হয়ে গেল সেই মর্মান্তিক ঘটনার নয় বছর।
বিভিন্ন সংস্থা প্রতি বছর নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে তারেক ও মিশুকের মৃত্যুবার্ষিকী পালন করে আসলেও, চলমান বৈশ্বিক মহামারির কারণে এ বছর তা স্থগিত করতে হয়েছে। তবে ভার্চুয়াল ইভেন্টের নিউ নর্মালে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এ বছর দিবসটি পালিত হচ্ছে। তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট ও মুভিয়ানা ফিল্ম সোসাইটি যৌথভাবে দুই দিনের একটি কর্মসূচির আয়োজন করেছে যা বুধবার এক অনলাইন আলোচনার মাধ্যমে শুরু হয়।
মুক্তির গান, মাটির ময়না, আদম সুরত, রানওয়েসহ সাড়া জাগানো চলচ্চিত্র নির্মাতা ছিলেন তারেক মাসুদ। এই চলচ্চিত্র ব্যক্তিত্ব পাঁচ ভাই-বোনের মধ্যে ছিলেন সবার বড়।
বাংলাধারা/এফএস/টিএম/ইরা













