২৪ অক্টোবর ২০২৫

“তারেক রহমানের দেশে ফেরার প্রস্তুতি চলছে” — আমীর খসরু

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফেরানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, দেশের মানুষ ও বিএনপি তার প্রত্যাবর্তনের অপেক্ষায় আছে, এবং শিগগিরই তিনি দেশে ফিরবেন।

শুক্রবার (২০ জুন) বাদ আসর রাজধানীর কাটাবনের একটি মসজিদে গণফোরামের প্রয়াত সভাপতি মোস্তফা মহসীন মন্টুর মিলাদ মাহফিলে অংশ নিয়ে এসব কথা বলেন আমীর খসরু।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “তারেক রহমান কবে দেশে ফিরবেন—এটি সময়ের ব্যাপার। তবে বিএনপি এবং দেশের সব মানুষ তার প্রত্যাবর্তনের জন্য উন্মুখ হয়ে আছে। তাঁর দেশে ফেরা নিয়ে প্রস্তুতিও চলছে।”

নির্বাচন কমিশন নিয়ে মন্তব্য করতে গিয়ে আমীর খসরু বলেন, “পোস্টার বাতিল বা আরপিও সংশোধনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। আমরা আশা করি, নির্বাচন যখনই শুরু হোক, নিরপেক্ষতা সর্বোচ্চ পর্যায়ে নিশ্চিত করতে হবে।”

তিনি আরও বলেন, “স্বৈরাচার পতনের পরও দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। আমরা জনগণের মালিকানা প্রতিষ্ঠার জন্য লড়াই করেছি, কিন্তু সেই মালিকানা এখনো ফেরত আসেনি। আগামী দিনে জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হলে জবাবদিহিতা নিশ্চিত করা হবে।”

চীন সফর নিয়েও কথা বলেন আমীর খসরু। তিনি বলেন, “চীনের সঙ্গে বাংলাদেশের বহু পুরনো সম্পর্ক রয়েছে। এবারের সফরে সেই সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আমরা বিশ্বাস করি।”

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণফোরামের প্রেসিডিয়াম সদস্য সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, ভাসানী জনতাশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবুলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

এআরই/বাংলাধারা

আরও পড়ুন